এবার গেরুয়া রঙের কার্ডে পাগড়ি মাথায় ছবি শুভেন্দুর : বিজয়া সম্মেলনীর আয়োজন ঘিরে জল্পনা তুঙ্গে

31st October 2020 8:54 pm অনান‍্য
এবার গেরুয়া রঙের কার্ডে পাগড়ি মাথায় ছবি শুভেন্দুর : বিজয়া সম্মেলনীর আয়োজন ঘিরে জল্পনা তুঙ্গে


নিজস্ব সংবাদদাতা ( পুরুলিয়া ) : পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ মন্ত্রী তথা নন্দীগ্ৰামের ডাকসাইটের তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে রাজনৈতিক শিবিরে জল্পনা বাড়ছে । প্রত‍্যেকদিন নতুন নতুন কর্মসূচী , অরাজনৈতিক মঞ্চে তাঁর উপস্থিতি , আকারে ইঙ্গিতে নানা কথার প্রকাশ গুঞ্জন তৈরী করছে । দলের কর্মসূচী থেকে বেশ কিছুদিন যথেষ্ট দূরে রয়েছেন তিনি । যে মঞ্চে তিনি হাজির হচ্ছেন কোনো জায়গাতেই নেই দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর কোনো ছবি বা তৃণমূল কংগ্ৰেসের নাম । নিজের ছবি দিয়েই বিভিন্ন জায়গায় কর্মকান্ডে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী । কেন এই পরিবর্তন ? তা নিয়ে নানা প্রশ্ন । তাহলে কি পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন শুভেন্দু অধিকারীর মত ডাকসাইটের তৃণমূল নেতা । যদিও এ বিষয়ে একটা শব্দ ও খরচ করেননি শুভেন্দু বাবু । এর ই মধ‍্যে পুরুলিয়ায় বিজয়া সম্মেলন উপলক্ষে শুভেন্দু অধিকারীর পাগড়ি মাথায় ছবি , কপালে গেরুয়া তিলক আবার আমন্ত্রণ পত্রের রঙ ও গেরুয়া যা নিয়ে তুমুল আলোড়ন রাজনৈতিক শিবিরে । আমরা দাদার অনুগামী - এই ব‍্যানারে আয়োজন করা হয়েছে বিজয়া সম্মেলন এর । আগামী ৭ ই নভেম্বর শনিবার পুরুলিয়ার হরিপদ সাহিত‍্য মন্দির এ আয়োজন করা হয়েছে বিজয়া সম্মেলনীর । মহান নেতা শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় পুরুলিয়া জেলা দাদার অনুগামীদের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে লেখা রয়েছে আমন্ত্রণ পত্রে । এখন এই আয়োজন ঘিরে তুমুল আলোড়ন পুরুলিয়া জেলা জুড়ে । কাদের ঘর ভাঙছে , কাদের ই বা ঘর গড়ছে বিধানসভা ভোটের প্রাক্কালে তা সময় ই বলবে । 





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।